শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:২২ অপরাহ্ন
দর্পন ঘোষ কিশোরগঞ্জ প্রতিনিধি:
কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে পাঁচগাতিয়া বার নাইল্যার মাঠে এক ঘোড় দৌড়ের প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রায় ৫০ হাজার দর্শকের উপস্থিতিতে উক্ত ঘোড়ার দৌড় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব নির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমান (মতি)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী -পাকুন্দিয়া ২ আসনের এমপি নুর মোহাম্মদ। ঘোড়া দৌড়ে ২৬টি ঘোড়া অংশ গ্রহণ করে। এতে প্রথম স্থান অধিকার করে টাঙ্গাইলে থেকে আগত আবুল হোসেনের ঘোড়া এবং দ্বিতীয় স্থান অধিকার করে টাঙ্গাইলে থেকে আগত উসমানের ঘোড়া।