শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:১৫ অপরাহ্ন

১০৭ পুলিশ সদস্য পাচ্ছেন মরণোত্তর পদক

১০৭ পুলিশ সদস্য পাচ্ছেন মরণোত্তর পদক

ছবি: সংগৃহীত

একুশে ডেস্ক:

সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে করোনায় জীবন উৎসর্গকারী ১০৭ পুলিশ সদস্যকে দেওয়া হচ্ছে মরণোত্তর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)।

বুধবার (৫ জানুয়ারি) পুলিশ সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এইচ এম কামরুল আহসান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ পুলিশ সদস্যদের প্রতি বছর অসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক দেওয়া হয়। প্রতি বছর পুলিশ সপ্তাহের বার্ষিক পুলিশ প্যারেডে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী। যারা এ পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম উপাধি যুক্ত হয়।

কিন্তু এ বছর করোনায় জীবন উৎসর্গকারী ১০৭ পুলিশ সদস্যকেও এ পদকে ভূষিত করা হয়। তাদের মধ্যে পুলিশ সুপার একজন, অতিরিক্ত পুলিশ সুপার দুজন, ইনস্পেক্টর ১৪, এসআই ১৮, এএসআই ৮, নায়েক ১, কনস্টেবল ৫৩, সিভিল ৩ ও র‌্যাব ৭। করোনাকালে দেশ ও জনগণের কল্যাণে জীবন উৎসর্গ করায় ১০৭ গর্বিত সদস্যকে মরণোত্তর পদকে ভূষিত করা হবে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana