শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন

কিশোরগঞ্জে ১৫টি ইউনিয়নে সুষ্ঠভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ১৫টি ইউনিয়নে সুষ্ঠভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মিঠামইন উপজেলায় ৭টি এবং অষ্টগ্রাম উপজেলায় ৮টি ইউনিয়ন রয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টার পর্যন্ত ভোট গ্রহণ চলে। তবে মিঠামইন উপজেলার সদর ইউনিয়ন পরিষদে শরীফ কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ওই ইউনিয়নে শুধু সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ দুটি উপজেলার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত মোতাবেক নৌকা প্রতীক নেই। নির্বাচনে চেয়ারম্যান পদে মিঠামইন উপজেলায় ৩৫ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়। প্রতিটি কেন্দ্রে একজন উপ-পুলিশ পরিদর্শক, ৫ জন পুলিশ ও ৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম জানান, নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana