সোমবার, ০৫ Jun ২০২৩, ০৩:৩৬ অপরাহ্ন
আগুন আমিন, পাকুন্দিয়া:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও নিবন্ধনবিহীন ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসীকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে পাকুন্দিয়া পৌর বাজারে অভিযান চালিয়ে এসব ফার্মেসীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী। ফার্মেসীগুলো হলো, সততা ফার্মেসী ও আলো মেডিক্যাল হল।
জানা যায়, দীর্ঘদিন ধরে পাকুন্দিয়া পৌরসদরের বিভিন্ন ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও নিবন্ধনবিহীন ওষুধ বিক্রি করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে আজ বুধবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সততা ফার্মেসীকে ৫ হাজার টাকা এবং আলো মেডিক্যাল হলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ ওষুধ প্রশাসনের পরিদর্শক তাহমিদ জামিল, পাকুন্দিয়া থানার এসআই শাহ কামালসহ একদল পুলিশ। ওষুধ পরিদর্শক তাহমিদ জামিল বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।