কন্যা সন্তানের মা হয়েছেন জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বুধবার রাতে তিশার ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ওই পোস্টে লেখা হয়েছে, মা ও মেয়ে দু’জনেই ভালো আছেন। মেয়ের নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী।
দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা ভালোবেসে ২০১০ সালে বিয়ে করেন। চলতি বছরের ১৬ জুলাই এ তারকা দম্পতির দাম্পত্য জীবনের ১১ বছর পূর্ণ হয়েছে। দুজনই ভালোবাসামাখা ছবি ও ক্যাপশন ফেসবুকে পোস্ট করে সেই দিনটি উদযাপন করেছেন।
এর আগে, গত ২৮ ডিসেম্বর তারকা দম্পতি মোস্তফা সরোয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা মা-বাবা হতে যাচ্ছেন বলে ফেসবুকে জানিয়েছিলেন।
তিশা ওই স্ট্যাটাসে আরও লিখেছিলেন, আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন, আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেনো? আমি কেনো সবকিছুতে অনুপস্থিত? এই ছবিটাতেই নিশ্চয় সবকিছুর উত্তর পাচ্ছেন।
অনুপস্থিতির কারণ হিসেবে এই অভিনেত্রী আরও লিখেছিলেন, আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন। যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো-বাতাসে আসে।