মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

ছাত্র রাজনীতির চলমান প্রেক্ষাপট

ছাত্র রাজনীতির চলমান প্রেক্ষাপট

মেধাবী ও সাধারণ ছাত্র সমাজের একাংশ ছাত্র নামধারী দুর্বৃত্তের দৌরাত্বের মাঝেও অনেক সময় আন্দোলন-সংগ্রামরত থাকে। কিন্তু লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতি অনুশীলন হওয়ার কারণে বৃহত্তর কোন ছাত্র আন্দোলন গড়ে তোলা যাচ্ছে না। ছাত্র সমাজের বিরাট অংশের কিছু সংখ্যক নেতৃত্ব জাতীয় রাজনীতির সাথে লেজুরযুক্ত হওয়ার কারণে স্বার্থান্বেধী মহলের স্বার্থরক্ষার্থে ব্যবহৃত হয়। নিজেদেরকেও কলংকিত করছে, দেশবাসীর আকাংখায় গুড়েবালি দিয়ে সাধারণ ছাত্র সমাজের উপরও কালিমার দাগ লাগাচ্ছে।
আগেকার দিনে সামন্তরাজারা যেমন লাঠিয়াল পুষতেন, এই যুগের সামন্তবাদী রাজনৈতিকবিদরাও কায়েমী স্বার্থ রক্ষার্থে নব-সংস্করণে ছাত্র নামধারী লাঠিয়াল পুষছে। কতিপয় ছাত্ররাই তাদের মুল লাঠিয়াল সরদার। সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গণ গড়ে তোলার লক্ষ্যে দলীয় লেজুড়মুক্ত ছাত্র রাজনীতি ও সঠিক, সুষ্ঠ ছাত্র আন্দোলন বিকাশের ধারা সৃষ্টির মাধ্যমেই দেশবাসীর আকাঙ্খা পুরণে সকলে সচেষ্ট হওয়াটাই জাতির জন্য কল্যাণকর।

 

শাফায়েত জামিল রাজীব
প্রধান সম্পাদক
একুশে টাইমস্ বিডিডটকম

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana