শুক্রবার, ০৯ Jun ২০২৩, ১২:৪৯ অপরাহ্ন
একুশে ডেস্ক:
অতীতে নিউজিল্যান্ডের মাটিতে ৯টি টেস্ট খেলে সব কটিতেই হেরেছে বাংলাদেশ। তার চেয়েও বড় কথা নিউজিল্যান্ড সফরে কোনো ফরম্যাটেই জয়ের দেখা পায়নি টাইগাররা। তবে মাউন্ট মঙ্গানুই টেস্টে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করছে টাইগাররা।
বাংলাদেশের তিন পেসার ৩৭ ওভার বল করেছেন। একটি নো বলসহ ২২৩টি ডেলিভারি ছুটেছে ইবাদত, তাসকিন ও শরীফুলের হাত থেকে। এর মধ্যে ৫০টি বলই ছিল স্টাম্পে। অর্থাৎ ২২.৪ শতাংশ বলই কোনো বাধা না থাকলে স্টাম্পে আঘাত হানত বা স্টাম্প ছুঁয়ে যেত।
ক্রিকভিজ জানাচ্ছে, কোনো পেস আক্রমণই নিউজিল্যান্ডের মাটিতে এতটা নিখুঁতভাবে স্টাম্পকে আক্রমণ করেনি।
এমন নিয়ন্ত্রিত বোলিংয়েই নিউজিল্যান্ডের মাটিতে সব সংস্করণ মিলে প্রথম জয়ের আশা করছে বাংলাদেশ।