গত ১৬ বছরে সংঘাতের বলি হয়েছে সাড়ে ২৮ হাজার আফগান শিশু; যা পুরো বিশে^র ২৭ শতাংশ। ২০০৫ সাল থেকে এ পর্যন্ত এই শিশুরা সংঘাতে প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু বিষয়ক তহবিল (ইউনিসেফ)। ইউনিসেফের তথ্য মতে, গত ১৬ বছরে সর্বোচ্চসংখ্যক শিশু আফগানিস্তানে প্রাণ হারায়।
এ ছাড়া ইয়েমেন, সিরিয়া এবং ইথিওপিয়ার উত্তরাঞ্চলের সংঘাতেও শিশুদের চরম মূল্য দিতে হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে ইউনিসেফ।
বছরের পর বছর ধরে বিভিন্ন পক্ষের অব্যাহত সংঘাতের কারণে শিশুরা অধিকার বঞ্চিতের পাশাপাশি অবহেলার কারণে মৃত্যুর মুখে। ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনেরিয়েটা ফোর।