বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন

কিশোরগঞ্জে নকল সুবোধ বিড়ি জব্দ করেছে কাস্টমস এন্ড  ভ্যাট বিভাগ

কিশোরগঞ্জে নকল সুবোধ বিড়ি জব্দ করেছে কাস্টমস এন্ড  ভ্যাট বিভাগ

সারওয়ার জাহান, কিশোরগঞ্জ:
কিশোরগন্জ  কাস্টমস এন্ড ভ্যাট বিভাগ সম্প্রতি  সুবোধ বিড়ি গোডাউন থেকে নকল জাল ব্যান্ডরোল  ও ব্যান্ডরোল বিহীন সরকারি  শুল্ক ফাঁকি দিয়ে বিড়ি বাজারজাত  করার উদ্দেশ্যে  মজুতকৃত ৭০ হাজার বিড়ি জব্দ করেছেন।
জানাগেছে, সুবোধ বিড়ি কারখানায় উৎপাদিত সংখ্যার উপর ধার্য্যকৃত ভ্যাট দিয়ে গেলেও  বিপুল পরিমাণ বিড়ি  ভাটগাঁও  নামের অন্য একটি গ্রামে জনৈক  কর্মচারীর তত্বাবধানে থাকা গোডাউনে মজুত ছিল।
গোপনসূএে খবর পেয়ে ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা  মোঃ জহিরুল ইসলাম এর  নেতৃত্বে  আকষ্মিক  অভিযান পরিচালনা করে লক্ষ লক্ষ টাকার শুল্ক ফাঁকি দেওয়া বিড়ি  জব্দ করেছেন।
এ ব্যাপারে কাস্টমস এন্ড ভ্যাট কিশোরগঞ্জ এর সহকারী কমিশনার  মীর্জা রাফিজা সুলতানা  এ প্রতিনিধি কে  বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি  সুবোধ বিড়িতে লাগানো ব্যান্ডরোল সম্পর্কে  বলেন অবিলম্বে সিকিউরিটি  প্রিন্টিং প্রেসে সঠিকতা যাচাইয়ের জন্য প্রেরিত হবে।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana