শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:৫৬ অপরাহ্ন
আমিনুল হক সাদী, চীফ রিপোর্টার :
ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে জেলা শহরের আখরাবাজার ব্রীজ সংলগ্ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এলজিআরডি ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুারালে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়।
এ সময় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার কামাল , সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যডভোকেট আতাউর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, যশোদল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবুল হাজী, মহিনন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মনসুর আলীসহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যাক নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল জানান, সৈয়দ আশরাফুল ইসলামের শুন্যতা পুরনীয় নয়। তাঁর স্মরণে বাদ যোহর কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন।