শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে দেশে এলো আরও ২৪ লাখ ৯০ হাজার টিকা

যুক্তরাষ্ট্র থেকে দেশে এলো আরও ২৪ লাখ ৯০ হাজার টিকা

একুশে ডেস্ক:
বিশ্বব্যাপী কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র  থেকে করোনা ভাইরাসের আরও ২৪ লাখ ৯০ হাজার ৭৮০ ডোজ ফাইজারের টিকা দেশে এসেছে । রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সময়ের আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সকালে যুক্তরাষ্ট্র  সরকারের উপহার হিসেবে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ২৪ লাখ ৯০ হাজার ৭৮০ ডোজ ফাইজারের টিকা দেশে এসেছে।
মাইদুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্র থেকে আগামী ১০ জানুয়ারি আরও ৪৬ লাখ ডোজ ফাইজারের টিকার পরবর্তী চালান আসার কথা রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশকে কোভিড টিকা সহযোগিতার ক্ষেত্রে এগিয়ে থাকা দেশগুলোর তালিকায় অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়াও বাংলাদেশে করোনা মহামারি মোকাবিলায় টিকা, ভেন্টিলেটরসহ অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ ও সাহায্য নিশ্চিত করতে শুরু থেকেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কয়েকজন বাংলাদেশি চিকিৎসক।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana