মঙ্গলবার, ০৫ Jul ২০২২, ১২:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
র্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার ১জানুয়ারি বেলা ২টার দিকে জেলার নিকলী থানাধীন সিংপুর জাহাজঘাট এলাকা থেকে ৫শত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জের নিকলী উপজেলার উত্তর দামপাড়া গ্রামের মো: মোজাফরের পুত্র মো: শাহ-আলম ভূইয়া (৪০) কে উল্লেখিত সংখ্যক ইয়াবা ও ১টি মোবাইল সেটসহ হাতে নাতে আটক করে।
কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম শোভন খান (বিএন) জানান, মো: শাহ-আলম ভূইয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে তিনি মাদক ব্যবসা চালিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি আরো বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে জেলার নিকলী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।