শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:১১ পূর্বাহ্ন
আমিনুল হক সাদী, চীফ রিপোর্টার:
কিশোরগঞ্জের সাবেক জনপ্রিয় এমপি জননেতা আলমগীর হোসেনের নামে ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়েছে আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুল। বিদ্যালয়টিতে ২০২২ সালকে স্বাগত জানিয়ে নতুন বছরের শিক্ষার্থীদের মধ্যে বই তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা নতুন বছরের বই পেয়ে আনন্দে উৎফুল্লিত হয়েছে।
শনিবার সকালে জেলা সদরের গাইটালের আলমগীর সিটিতে অবস্থিত বিদ্যালয়ের প্রাঙ্গনে অভিভাবক সমাবেশে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সলিউশন নেষ্ট বিডি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল আলম শিপলু।
অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি দিল ইসরাত জাহান, আলমগীর সিটির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আ. রাজ্জাক, আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসের রিসোর্স সেন্টারের কম্পিউটার অপারেটর মোঃ গোলামুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজিনা আক্তার।
পরে বিদ্যালয়ের নতুন বছরের শিক্ষার্থীদের মধ্যে বই তুলে দেন অতিথিরা। পরিশেষে মরহুম আলমগীর হোসেনসহ প্রয়াতদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন গাইটাল আন্তঃ বা টার্মিনাল জামে মসজিদের ইমাম ও খতিব মাও. ফখর উদ্দিন। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগণ, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।