শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৩:০৩ অপরাহ্ন
একুশে ডেস্ক:
তাইওয়ান স্বাধীনতার পথে এগোলে চীন কঠোর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বেইজিংয়ের এক কর্মকর্তা। বুধবার চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র মা জিয়াওগুয়াং এ হুঁশিয়ারি দেন। আগামী বছর তাইওয়ানের স্বাধীনতার উসকানি এবং বহিঃশক্তির হস্তক্ষেপ দুইই বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বেইজিংয়ের কর্মকর্তা জিয়াওগুয়াং এক ব্রিফিংয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘চীন শান্তিপূর্ণভাবে তাইওয়ানের সঙ্গে পুনরেকত্রীকরণের যথাসাধ্য চেষ্টা চালাতে ইচ্ছুক। কিন্তু স্বাধীনতা নিয়ে শেষ সীমা (রেড লাইন) অতিক্রম হলে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি যদি স্বাধীনতার উসকানি দেয়, প্রভাব খাটায় কিংবা কোনো রেড লাইন অতিক্রম করে তাহলে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে।’
তাইওয়ানের ওপর চাপ বাড়াতে চীন সম্প্রতি কয়েক মাসে তাইওয়ান প্রণালিতে বারবার জঙ্গি বিমান অনুপ্রবেশ ঘটালেও তাইওয়ান বলেছে, তারা হুমকির কাছে মাথা নত করবে না।