শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:১৫ অপরাহ্ন

মাদ্রাসার ছাত্রদের মাঝে ওসির ব্যাডমিন্টন উপহার

মাদ্রাসার ছাত্রদের মাঝে ওসির ব্যাডমিন্টন উপহার

 দর্পন ঘোষ (কটিয়াদী কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কলা মহল দরগা জামে মসজিদ মাঠে খেলাধুলা করছিল মাদ্রাসার শিশুরা। পাশেই রাস্তা দিয়ে যাবার সময় ওসির চোখে পড়ে খেলাধুলার দৃশ্য। তিনি দেখতে পান অনেকের কাছে খেলার সামগ্রী নেই। তারপর স্থানীয় বাজার থেকে কিছু ব্যাডমিন্টন ব্যাট এবং ফ্লাওয়ার এনে শিশুদের মাঝে বিলিয়ে দেন । কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন । এসময় ছাএরা উপহার পেয়ে উৎফুল্ল হয়। মাদ্রাসার ছাএরা বলেন, আমাদের কাছে খেলার সামগ্রী ছিল না। দুয়েকজন খেলত আর আমরা শুধু দেখতাম। । উপহার পেয়ে আমরা খুশি৷ এখন সবাই মিলে খেলতে পারব।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana