রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০১:০০ অপরাহ্ন
আমিনুল হক সাদী,কিশোরগঞ্জ:
‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ময়মনসিংহ রোডের কাটাবাঢ়িয়াস্থ কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এ দিনব্যাপী “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ হারুন আল মামুন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম। প্রশিক্ষক ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ আলী আকবর। বক্তব্য রাখেন অ্যডভোকেট হামিদা মান্নান,কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মনোয়ার হোসাইন রনি প্রমুখ। সেমিনার পরিচালনায় ছিলেন প্রশিক্ষক এমদাদুল হক।
কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অধ্যক্ষ মুহাম্মদ হারুন আল মামুন জানান, সেমিনারে একশত প্রশিক্ষণার্থী অংশ নেন। কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ সংক্রান্ত এবং নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক বিস্তারিত আলোচনা করা হয়।