শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ অপরাহ্ন
পাকুন্দিয়া প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার আসন্ন ৩১ জানুয়ারি অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে ৪ নং এগারসিন্দুর ইউপি নির্বাচনে নৌকা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান রিপন মিয়া (রিপন মেম্বার)। গত শুক্রবার ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের প্রধান কার্যালয় হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। জানা গেছে, এগারসিন্দুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রিপন মিয়া আওয়ামী লীগের সক্রিয় কর্মী। ইতোমধ্যে তিনি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ চালাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তিনি এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের ২০১১-২০১৬ সালে সফলতার সাথে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্যের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মঠখোলা টান বাজার পরিচালনা কমিটির সভাপতি, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সম্পাদক, মঠখোলা মাওলানা সেকান্দর আলী মাদ্রাসা পরিচলানা কমিটির সভাপতি, মঠখোলা হাজী জাফর আলী কলেজের অভিবাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রিপন মেম্বার বলেন, ‘আমি এলাকার মানুষের সুখে-দুখের সাথী হিসেবে দীর্ঘ দিন ধরে কাজ করছি। বর্তমান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দল আমাকে নৌকা নিয়ে ইউপি নির্বাচনে লড়ার সুযোগ দান করবে।’ রিপন মেম্বার আরো বলেছেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে অসহায় মানুষের কল্যাণে নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত রাখবো। সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাসসহ সব অন্যায় অনিয়মের বিরুদ্ধে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলবো।’ এ বিষয়ে স্থানীয় কয়েক জন যুবকের সঙ্গে কথা বলে জানা যায়, রিপন মেম্বার একজন সমাজ হিতৈষী ও আওয়ামী নিবেদিত কর্মী। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নবাসী একজন ভালো জনপ্রতিনিধি পাবে। স্থানীয় আওয়ামী লীগের সমর্থক ও অন্যান্য সাধারণ মানুষ তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে আশাবাদী।