বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:৩৭ অপরাহ্ন

সানফ্লাওয়ার প্রি-ক্যাডেট একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

সানফ্লাওয়ার প্রি-ক্যাডেট একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোটার :

‘সুখী সুন্দর বাংলাদেশের আনন্দময় শৈশব গড়ার প্রত্যয়ে’ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের সানফ্লাওয়ার প্রি-ক্যাডেট একাডেমীর বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) বিদ্যালয় চত্ত্বরে এই আয়োজন করা হয়।

সানফ্লাওয়ার প্রি-ক্যাডেট একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম বাবুল এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেন ধলা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফরোজ আলম ঝিনুক।

উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. সাইফুল ইসলাম ফকির তহুর এর উপস্থাপনায় এসময় উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলির সদস্য নাজমুল হক ছন্দু, স্থানীয় ইউপি সদস্য মো. আবদুল জব্বার, শিক্ষানুরাগী মো. আবুল কাশেম, মো. বাবুল মিয়া, মো. জুয়েল খান, মো.তাজ্জ্বত খান, মো. সজল মিয়া, সুজিত দেবনাথ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন সানফ্লাওয়ার প্রি-ক্যাডেট একাডেমীর পরিচালক ও প্রধান শিক্ষক মো. গাজী মাহমুদ তালুকদার।

প্রতিটি শ্রেণিতে ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana