সোমবার, ০৫ Jun ২০২৩, ০২:০৯ পূর্বাহ্ন
দর্পন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কটিয়াদীতে রবিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গণনা শেষে । নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা হামলা চালিয়ে পুলিশের রিকুইজিশন করা একটি মাইক্রো বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের ৪৫নং গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট গণনা শেষে । রাত আটটার দিকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে পুলিশের সহায়তায় ফিরছিলেন কর্মকর্তারা ।এই সময় পরাজিত এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকরা তাদের ওপর হামলা চালায় । তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ এবং নির্বাচনী সরঞ্জামাদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে । আত্মরক্ষার্থে পুলিশ নির্বাচনী সরঞ্জাম নিয়ে একটি ঘরে আশ্রয় নিলে, পুলিশের রিকুইজিশন করা মাইক্রো বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয় । পরে বিজিবি ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫০রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।