সোমবার, ০৫ Jun ২০২৩, ০৩:১৬ পূর্বাহ্ন
এম.এ হালিম,ভৈরব প্রতিনিধি:
অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভৈরবে প্রার্থীদেও সাথে মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বুধবার বিকালে বঙ্গ-বন্ধু হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রমান সবুজের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট ফারজানা খানম,। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) নুরে আলম,র্যাব-১৪-ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার রফিউদ্দিন মোহামমদ যোবায়ের,ভৈরব থানার ওসি মোঃ গোলাম মোস্তফা প্রমূখ ।
এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ বিভিন্ন প্রার্থীরা অবাধ,সুষ্ঠু নির্বাচনের দাবী জানান । পরে উপস্থিত অতিথিসহ নির্বাচন কর্মকর্তা আশ্রাফুল ইসলাম ও জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট ফারজানা খানম ২৬ ডিসেম্বর ভৈরবের ৭টি ইউনিয়নে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেন প্রার্থীদেও । এছাড়া নির্বাচনে সকল প্রার্থীদেরকে আচরণ বিধি মেনে চলার ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তাদেও সহযোগিতা কামনা করেন ।