শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রী আজ মালদ্বীপ যাচ্ছেন

প্রধানমন্ত্রী আজ মালদ্বীপ যাচ্ছেন

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহর আমন্ত্রণে আজ দুদিনের (২২ ও ২৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় সফরে মালে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে দুপক্ষের মধ্যে একাধিক ইস্যুতে চারটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবে। বন্ধুত্বের উপহার হিসেবে এই সফরে ঢাকা মালে-কে ১৩টি মিলিটারি ভেহিকল (সেনাবাহিনীর জিপ ও গাড়ি) উপহার দেবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, এই সফরে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ, বাংলাদেশের শ্রমবাজার সুসংহতকরণ ও সম্প্রসারণ, অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রচেষ্টা নেওয়ার পাশাপাশি বাংলাদেশের সেবা খাত প্রসার পাবে এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। এই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করতে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ এবং যুব ও ক্রীড়া বিষয়ক চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। সফরে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে গত মার্চে ঢাকা সফর করেন মালদ্বীপের প্রেসিডেন্ট। সর্বশেষ দেশটির ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিমও ঢাকা সফর করে গেছেন।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana