ভৈরব প্রতিনিধি:
সারা দেশ যখন বিজয়ের উল্লাসে উদ্ভাসিত ঠিক সে সময় কিশোরগঞ্জের ভৈরব ছিল পাকিস্তানি বাহিনীর দখলে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস হলেও ভৈরবে অবস্থানরত প্রায় ১০ হাজার পাকিস্তানি সেনা মিত্র বাহিনী ও মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে ১৯ ডিসেম্বর। এর আগে ১৩ ডিসেম্বর পাকিস্তানি সেনারা ভৈরবের রেলসেতুটি ধ্বংস করে দেয়। টেলিগ্রাফ ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় রেডিওর খবর শুনে পাকিস্তানি সেনারা বিশ্বাস করতে পারছিল না ঢাকায় তাদের আত্মসমর্পণের বিষয়টি। ১৬ ডিসেম্বরের পর মিত্র বাহিনী ও মুক্তিযোদ্ধারা ভৈরব শহর ঘেরাও করে রাখায় পাকিস্তানি সেনারা ভীত অবস্থায় থাকে।
এ সময় তারা খাবার সঙ্কটে পড়ে। ১৯ ডিসেম্বর সকালে ঢাকা থেকে পাকিস্তানি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ ব্যবস্থায় খবর প্রেরণ করলে তারা আত্মসমর্পণ করে। মিত্র বাহিনী, মুক্তিযোদ্ধারাসহ এলাকাবাসী উল্লসিত হয়ে নেচে-গেয়ে স্লোগান দিতে থাকে- জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।