সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৫:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু কিছু লোক সবসময় বিরোধিতা করবেই, উলটা-পালটাও বলবে: প্রধানমন্ত্রী আরও তিন দিন ঝড়োহাওয়া বজ্রবৃষ্টির আভাস টি আর,কাবিখার টাকা গোবিন্দপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি সম্পাদকের পকেটে ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারি গ্রেফতার কিশোরগঞ্জে জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে আলোচনাসভা দোয়া ও মিলাদ জারইতলা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কিশোরগঞ্জে বঙ্গবন্ধু উদ্যান ও কেন্দ্রীয় স্মৃতিসৌধ নির্মানের দাবী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হলে বিশ্বনেতা হওয়াও সম্ভব: ডেপুটি স্পিকার
কিশোরগঞ্জে হকি খেলায় বিশেষ অবদান রাখছেন হকি কোচ রিপেল হাসান

কিশোরগঞ্জে হকি খেলায় বিশেষ অবদান রাখছেন হকি কোচ রিপেল হাসান

জোনায়েদ হোসেন জুয়েল, সিনিয়র স্টাফ রিপোর্টার:

বর্তমান সময়ে যেখানে তরুন সমাজ নেশার জগতে আসক্ত হচ্ছে ৷ ঠিক সেই সময় তরুন সমাজকে নিয়ে হকির ক্ষেত্রে বিরাট অবদান রাখছেন কিশোরগঞ্জ জেলার অত্যন্ত পরিচিত মুখ হকি কোচ রিপেল হাসান ৷  খেলার মাধ্যমেই তরুন সমাজকে ভালো কিছু দেয়া সম্ভব তার বাস্তব উদাহরন হকি কোচ রিপেল হাসান ৷ দীর্ঘ ২০ বছর যাবৎ জেলার হকি উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রেখে যাচ্ছেন হকি কোচ রিপেল হাসান ৷

রিপেল হাসানের সাথে কথা বললে তিনি বলেন, খেলাধূলা করলে শরীর ও মন দুটাই ভালো থাকে। বিশেষ করে খেলাধূলায় থাকলে নেশার জগৎ থেকে যুবসমাজ দূরে থাকতে পারবে ৷ তিনি আরো বলেন, যুবসমাজকে নেশার জগৎ থেকে দূরে রাখতে হলে সরকারি ভাবে প্রতিটি স্কুল ও কলেজে খেলারধূলার ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে ৷ আরজত আতরজান উচ্চবিদ্যায়ের মাঠে প্রতিদিন সকাল ৭ টায় খেলোয়ারদের নিয়ে রিপেল হাসান নিয়মিত খেলাধূলা চালিয়ে যাচ্ছেন ৷ আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শরীরচর্চা শিক্ষক মোঃ আব্দূল্লাহ বলেন, খেলাধূলায় জাতীয় পর্যায়ে আরজত আতরজান স্কুলের অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও বাংলাদেশের জাতীয় হকি ছেলে ও মেয়ে দলের মধ্যে আরজত আতরজান স্কুলের খেলোয়ার খেলছে। এতে আমি খুবই গর্ববোধ করি যেখানে প্রতিটি খেলায় আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের খেলোয়ারদের অবদান দেখা যায় ৷ বর্তমান এশিয়া চ্যাম্পিয়ান ট্রপিতে খেলছে রাকিবুল হাসান রকি জুনিয়র ,আরজত আতরজান স্কুলের খেলোয়ার। এছাড়াও প্রিয়াম হকি লিগে আসরে খেলেছে ইয়াছিন আরাফাত হিমেল, আলনাহিয়ান শুভ, শারুফ আহমেদ, রাকিবুল হাসান রকি, আশরাফুল ,মেহেদী হাসান, নাহিদুল ইসলাম পিয়েল, যারা সবাই আরজত আতরজান স্কুলের খেলোয়ার ছিল ৷ এছাড়াও ন্যাশানাল হকি মহিলা টিমে খেলছে স্বর্ণা আক্তার, সুমী আক্তার, ফারদিয়া আক্তার রাত্রী,তারিন আক্তার খুশী,সানজিদা আক্তার মনি ৷

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana