বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

শহীদ বুদ্বিজীবী দিবসে কিশোরগঞ্জের মহিনন্দে ঘরে বসেই ভাতা পেলো সুবিধাভোগীরা

শহীদ বুদ্বিজীবী দিবসে কিশোরগঞ্জের মহিনন্দে ঘরে বসেই ভাতা পেলো সুবিধাভোগীরা

আমিনুল হক সাদী, চীফ রিপোর্টার:

১৪ ডিসেম্বর শহীদ বুদ্বিজীবী দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের বিভিন্ন ভাতাভোগীদের বাড়িতে গিয়ে ভাতার টাকা প্রদান করছে উদ্যোক্তরা। তাদের এ কাজে সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবী সংস্থা যুব উন্নয়ন পরিষদ।
মঙ্গলবার জেলা সদরের মহিনন্দ নয়াপাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন কার্যালয়ে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভাতাভোগীদের মধ্যে ব্যাংক এশিয়ার মাধ্যমে বিভিন্ন ভাতাভোগীদেরকে নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ কামাল উদ্দিন, মোঃ আঃ হেলিম, স্বেচ্ছাসেবী সংস্থা যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদী, মহিনন্দ ইউনিয়ন ডিজটাল সেন্টারের সহকারী উদ্যেক্তা শাহবিয়া আলম নাদিম, এজেন্ট ব্যাংক এশিয়া জালালপুর শাখার সিওটু এসএম তানভীল সাগর, সমাজকর্মী হেলাল উদ্দিন, চৌকিদার আ.রহিম ও মহিনন্দ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের দায়িত্বশীলগণ প্রমুখ।

ভাতাভোগী ফিরোজ শাই ও ফুল মিয়া বলেন, ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতার টাকা উত্তোলন করতে গিয়ে অনেক ভীড়ের মধ্যে পড়তে হতো। আর আজ কোনো ভীড় নেই। শহীদ বুদ্বিজীবী দিবসে উদ্যোক্তাগণ নিজেরা ইউনিয়নের প্রতি ওয়ার্ডে গিয়ে ভাতা বিতরণ করায় ভাতাভোগীরাও দুর্ভোগ পোহাতে হচ্ছে না।

সহকারী উদ্যেক্তা শাহবিয়া আলম নাদিম বলেন,ইউনিয়ন ডিজটাল সেন্টারের উদ্যেক্তারা সরকারের সকল সেবাকে পৌঁছে দিচ্ছে জনগণের দোরগোড়ায়। ফলে গ্রামীণ জনপদের মানুষ খুব সহজেই তাদের প্রয়োজনীয় সেবা পাচ্ছে। এগিয়ে যাচ্ছে মানুষ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

স্বেচ্ছাসেবী সংস্থা যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদী বলেন, জাতীয় শহীদ বুদ্বিজীবী দিবস উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন ভাতাভোগীদেরকে তাদেও নগদ টাকা ব্যাংক এশিয়ার মাধ্যমে নিজ নিজ এলঅকায় গিয়ে পৌছে দেওয়ার কাজটি খুবই গুরুত্বের ও প্রশংসনীয়। আজকে মহিনন্দ সমাজ কল্যাণ ফাউন্ডেশনে ৩নং ওয়ার্ডের ভাতাভোগীদেরকে সারিবদ্ধ সুশৃঙ্খল পরিবেশে ভাতার অর্থ বিতরণ করায় সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানাই। এ কাজের সহযোগী হতে পেরে নিজেরাও গর্বিত।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana