শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:০৪ অপরাহ্ন
নিকলী(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের নিকলীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এ দিবস পালনটি পালন করা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রীতিলতা বর্মন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.এম রুহুল কুদ্দুস ভূইয়া জনি, সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, নিকলী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মনসুর আলী আরিফ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আবু বক্কর সিদ্দিক, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বীপক কুমার বিশ্বাস , নিকলী জি.সি. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আবদুর রশিদ সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।