মঙ্গলবার, ০৫ Jul ২০২২, ০৮:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১টা ৩০ মিনিটের দিকে জেলা সদর থানাধীন পূর্ব তারাপাশা এলাকা থেকে ১হাজার ৯শত ৬০পিস ইয়াবা ট্যাবেলটসহ ১ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউরা থানাধীন আজমপুর গ্রামের আলম মিয়ার স্ত্রী মহিলা মাদক ব্যবসায়ী মনি বেগম (৩০)কে উল্লেখিত সংখ্যক ইয়াবাসহ হাতে নাতে আটক করে।
কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার এম শোভন খাঁন (বিএন) জানান, মনি বেগম তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে তিনি মাদক ব্যবসা চালিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি আরো বলেন, মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যপারে সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।