রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২:৫৮ অপরাহ্ন

অরুণিমাকে কাছে পেতে ৩২টি ফেসবুক অ্যাকাউন্ট, যুবক গ্রেফতার

অরুণিমাকে কাছে পেতে ৩২টি ফেসবুক অ্যাকাউন্ট, যুবক গ্রেফতার

টালিউড অভিনেত্রী অরুণিমাকে কাছে পেতে ৩২টি ফেইজবুক  একাউন্ট খোলার দায়ে মুকেশ সাউ নামে এক যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের একটি দল।  সোশ্যাল মিডিয়ায় তারকারা বিভিন্ন সময় উত্যক্তকারীদের কবলে পড়েন। কিন্তু বিষয়টা যখন শুধু সোশ্যাল মিডিয়ায় আটকে না থাকে, খুন কিংবা ধর্ষণের হুমকির জায়গায় চলে যায় তখন তা মারাত্মক আকার ধারণ করে। এবার তেমনটাই ঘটল টালিউড অভিনেত্রী অরুণিমা ঘোষের সঙ্গে। অভিনেত্রীকে লাগাতার খুন ও ধর্ষণের হুমকি দিচ্ছিলেন এক যুবক। অভিনেত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে গত রোববার রাতে অরুণিমার বাড়ির সামনে থেকে এক যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশ। অভিযুক্তের নাম মুকেশ সাউ। ইতোমধ্যে নায়িকার বাড়িতে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
অভিনেত্রী অরুণিমা ঘোষ জানান, গত কয়েক দিন ধরে উত্যক্ত করছিলেন এক যুবক। তাকে শ্লীলতাহানি, খুনের হুমকি দেওয়া হচ্ছিল। অভিযোগ জানালে পুলিশ তদন্তে নামে। কলকাতা পুলিশ জানায়, এই যুবক ঠিক কোন উদ্দেশ্যে এবং কেন অভিনেত্রীকে এভাবে ভয় দেখাত, অরুণিমার ফোন নম্বর বা সে পেল কোথা থেকে, বাড়ি কীভাবে চিনল –এইসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana