শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

খালেদার চিকিৎসা নিয়ে কূটনীতিকদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং

খালেদার চিকিৎসা নিয়ে কূটনীতিকদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং

অনলাইন ডেস্ক:

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কূটনীতিকদেরএ নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আবদুল মোমেন।সোমবার (২৯ নভেম্বর) ভবন পদ্মায় ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা একজন সাজাপ্রাপ্ত আসামি। বাংলাদেশে যে কোনো স্থানে খালেদা জিয়া তার চিকিৎসা করাতে পারেন।পররাষ্ট্র মন্ত্রী বলেন আরো বলেন, এলডিসি উন্নতি হলেও জলবায়ুসহ বেশ কিছু খাতে বাংলাদেশের সংকট রয়েছে। এসব খাতে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে।

বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। ৯০ হাজার রোহিঙ্গা ভাসানচরে রাখা হয়েছে। জাতিসংঘ এতে সমর্থন দিয়েছে। রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরে যেতে হবে। জাতিসংঘে রেজুলেশন নিতে সৌদি আরব প্রত্যক্ষ ভূমিকা রেখেছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana