বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:২৭ অপরাহ্ন

কিশোরগঞ্জ সদর উপজেলার ইউপি নির্বাচনে বিজয়ী যারা

কিশোরগঞ্জ সদর উপজেলার ইউপি নির্বাচনে বিজয়ী যারা

আমিনুল হক সাদী:

উৎসবমুখর পরিবেশে সকাল ৮ থেকে ব্যাপক ভোটার উপস্থিতির মধ্য দিয়ে রোববার (২৮ নভেম্বর) দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে কিশোরগঞ্জ  সদর উপজেলার ১১টি ইউনিয়নের মাঝে ১০টি ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত  হয়েছে এবং ১টি কেন্দ্র স্থগিত রয়েছে।

কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফলাফল: মহিনন্দ: ছাদেকুর রহমান-নৌকা-৬১৭০, লিয়াকত আলী-লাংগল-৭২৮১, যশোদল: ইমতিয়াজ সুলতান রাজন -স্বতন্ত্র-চশমা-৫৯৫০, বাবুল হাজী-নৌকা-৫৪৩৪,  বৌলাই: আওলাদ -নৌকা -৬৩৩৯, বাবুল মোল্লা-আনারস-৫৮৭১, বিন্নাটি: শফিকুল ইসলাম -স্বতন্ত্র-আনারস -৭৫৯১, আজহারুল ইসলাম -নৌকা -৩৩০২, চৌদ্দশত: আতহার আলী -স্বতন্ত্র-চশমা-৯৫০৫, ফারুক আহমেদ বাচ্চু-স্বতন্ত্র-আনারস -৮৪১৪, মাইজখাপন : আবুল কালাম আজাদ-নৌকা-৭৮৩৫, মফিজ-স্বতন্ত্র-মটরসাইকেল-৬৪২৪, লতিফাবাদ :একটি কেন্দ্র স্থগিত মো:আ:রাজ্জাক-স্বতন্ত্র-চশমা-৫৫৩০, শহিদুল ইসলাম-স্বতন্ত্র-অটোরিক্সা-৪২০৯, মারিয়া : মুজিবুর রহমান-নৌকা -৮৯১৫, সালাহ উদ্দিন-স্বতন্ত্র-আনারস-৮৫৩৩, রশিদাবাদ : জহিরুল ইসলাম-স্বতন্ত্র-আনারস-৫৪২৭, ওমর ফারুক লিটন-চশমা-৪০৬৪, কর্শাকড়িয়াল : বদর উদ্দিন-নৌকা-৮৯৯৮, কামাল উদ্দিন-স্বতন্ত্র-আনারস-৬৫৬৮, দানাপাটুলি : মাসুদ মিয়া:অটোরিকশা -৩০২৬, শাখাওয়াত হোসেন দুলাল-নৌকা-২২০২।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana