বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন

বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন টাইগ্রেসদের

বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন টাইগ্রেসদের

বিশ্বব্যাপী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দেখা দেওয়ায় জিম্বাবুয়ের হারারেতে চলমান ওয়ানডে নারী বিশ্বকাপ বাছাই পরিত্যক্ত ঘোষণা করেছে আইসিসি। যার কারণে বাছাই পর্বে সরাসরি যোগ্যতা অর্জন করেছে নারী বিশ্বকাপ ক্রিকেটাররা।

২০২২ সালের মার্চে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে নিউজিল্যান্ডে। এরই মধ্যে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। তাদের সঙ্গে বাছাইপর্ব থেকে যোগ দিচ্ছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটির হেড অফ ইভেন্টস ক্রিস টেটলি বলেন, ‘এই আসরের বাকি খেলা গুলো বাতিল করতে হচ্ছে দেখে আমরা অত্যন্ত দুঃখিত। তবে খুব সংক্ষিপ্ত সময়ে আফ্রিকার অনেকগুলো দেশের কাছ থেকে ভ্রমন নিষেধাজ্ঞা এসেছে। যে কারণে অংশগ্রহণকারী দেশগুলো দেশে ফিরতে না পারার একটা শঙ্কা ছিল।’

সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসেথোর মতো দেশগুলোর নাগরিকের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana