রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:৩০ অপরাহ্ন
ইমরান হোসেন:
রাত পোহালেই শুরু হবে কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ১১১টি কেন্দ্রে ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে জয়-পরাজয়ের পালা।
১১টি ইউনিয়নে নৌকার প্রার্থীরা হচ্ছেন, রশিদাবাদ ইউনিয়নে শাহ্ মুহাম্মদ মাসুদ রানা, লতিবাবাদ ইউনিয়নে শরীফ আহমেদ খান, মাইজখাপন ইউনিয়নে মো. আবুল কালাম আজাদ, মহিনন্দ ইউনিয়নে মো. ছাদেকুর রহমান, যশোদল ইউনিয়নে মো. শফিকুল হক বাবুল হাজী, বৌলাই ইউনিয়নে মো. আওলাদ হোসেন, বিন্নাটি ইউনিয়নে মো. আজহারুল ইসলাম, মারিয়া ইউনিয়নে মো. মুজিবুর রহমান হলুদ, চৌদ্দশত ইউনিয়নে এ,বি, ছিদ্দিক খোকা, কর্শাকড়িয়াইল ইউনিয়নে মো. বদর উদ্দিন এবং দানাপাটুলী ইউনিয়নে মো. সাখাওয়াত হোসেন দুলাল।
নির্বাচন প্রসঙ্গে কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম একুশেটাইমস কে জানান, তৃতীয় ধাপে ইউপি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নিরাপদে ভোট দিতে পারেন, সেজন্য ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।
উল্লেখ্য যে, বর্তমান চেয়ারম্যানদের মধ্যে শুধুমাত্র মহিনন্দ ইউনিয়নের চেয়ারম্যান মুনসুর সাহেব দলীয় মনোনয়ন পায়নি এবং যশোদল ইউনিয়নের চেয়ারম্যান রাজন সাহেব পূর্বেও সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিল; এবারও দলীয় মনোনয়ন পায়নি।