সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:৩৫ অপরাহ্ন

ভৈরবে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের এসইপি প্রকল্প পরিদর্শন ও মত বিনিময়

ভৈরবে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের এসইপি প্রকল্প পরিদর্শন ও মত বিনিময়

এম.এ হালিম, ভৈরব প্রতিনিধি:

ভৈরবে সাসটেইনেবল এন্টার প্রাইজ প্রজেক্ট ( এসইপি ) এর আওতায় বাস্তবায়নাধীন উপ-প্রকল্প পরিদর্শন করেছে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল । বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মিসেস মার্চি টেমবন (Mercy Tembon)এর নেতৃত্বে ৬ সদস্যো একটি প্রতিনিধি দল আজ শনিবার সকালে শহরের কমলপুরে ও কালিকাপ্রসাদে অবস্থিত প্রকল্পের বিভিন্ন কারখানা পরিদর্শন করেছেন । এ সময় প্রতিনিধি দল কারখানায় উৎপাদিত বিভিন্ন প্রকার উৎপাদিত জুতার গুণগত মান যাচাই করেন এবং কারখানার সুষ্ঠু পরিবেশ দেখেন । এ সময় কারখানার মালিকদের সাথে উৎপাদিত পণ্য নিয়ে কথা বলেন । পরে পপি কার্যালয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে মত বিনিময় করেন । এ সময় প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন মিঃ ক্রিস্টোফি ক্রিপেন ( MR Christophe crepin),এসইপি প্রকল্পের টিটিই ইয়ুনজু, বিশ্ব ব্যাংকের এনভায়রনমেন্ট স্পেশালিষ্ট জুলকার নাইন ও বুসরা নিসাত,পপির নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকার,এসইপি প্রকল্প সমন্বয়কারী উপ-মহা ব্যবস্থাপক মোঃ জহির উদ্দিন,এসইপি পপির প্রকল্প ব্যবস্থাপক মোঃ বাবুল হোসেন প্রমূখ ।
এ সময় পিকেএসএফের নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকার জানান,দরিদ্র মানুষের আর্থ সামাজিক উন্নয়নে নানামুখী কর্মকান্ড বাস্কবায়নে পপি ২০১৯ সালে দাতা সংস্থা বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও পিকেএসএফের ব্যবস্থাপনায় ভৈরবে পাদুকা শিল্পের পরিবেশগত ও মানোন্নয়নে ক্ষুদ্র ও মাঝারী উদোাক্তোদেও ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা ও সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana