শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

দুর্নীতির মামলায় সাবেক অধ্যক্ষ বাদশার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

দুর্নীতির মামলায় সাবেক অধ্যক্ষ বাদশার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের আলোচিত সাবেক অধ্যক্ষ মোঃ আবুল বসার বাদশার বিরুদ্ধে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ এ গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
আজ ১৩ জানুয়ারী বৃহস্পতিবার আদালত এ পরোয়ানা জারী করেন। কলেজের বর্তমান অধ্যক্ষ সমির কুমার সাহার দায়েরকৃত দুর্নীতির মামলায় এ পরোয়ানা জারি হয়েছে। আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজে সাবেক এ অধ্যক্ষ ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত গত ০৫ বছরে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, নবায়ন, ভ্রমণ ভাতাসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কলেজের ৫১ লক্ষ ৪৭ হাজার টাকা আত্মসাৎ করেন। গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ বর্তমান অধ্যক্ষ সুমির কুমার সাহা ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৭১/২০ নং মামলা দায়ের করেন। আদালত মামলাটির তদন্তভার সিআইডি পুলিশকে দেন। সিআইডি দীর্ঘ সময় তদন্ত করে গত দু’মাস পূর্বে আদালতে প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে প্রাথমিক ভাবে আবুল বসার বাদশার সকল দুর্নীতি ও অনিয়ম প্রমানিত হয়েছে বলে উল্লেখ করেছেন সিআইডি। আদালত আসামী বাদশাকে সমন জারি করলেও তিনি এ দীর্ঘ সময় আদালতে উপস্থিত হননি। পলাতক হিসেবে তার বিরুদ্ধে এ গ্রেফতারী জারি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana