শনিবার, ১০ মে ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
নিকলী উপজেলা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের নিকলীতে আওয়ামী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার বিকেলে জেলা পরিষদ ডাকবাংলা হলরুমে নিকলী উপজেলা আওয়ামী যুবলীগ (একাংশের) আয়োজনে প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী কারার ইখতিয়ারুল আহম্মেদ শরীফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এড.মীর আমিনুল ইসলাম সোহেল,জেলা যুবলীগের সদস্য মাজহারুল ইসলাম ও তানভীর আহমেদ।
নিকলী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন মাসুদ,নিকলী উপজেলা যুবলীগ নেতা হিমেল চৌধুরী,শেখ মোঃ সজীব,হুমায়ূন তালুকদার,হাফিজুর রহমান আপন,মোঃ রাসেল মিয়া,ফরিদ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীবৃন্দ। সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে যে উন্নয়ন হয়েছে, এই উন্নয়নে ধারাকে অব্যাহত রাখতে হবে। এই জন্য আবারও শেখ হাসিনা কে ক্ষমতায় আনতে হলে নৌকায় মার্কায় ভোট দিতে হবে। ষড়যন্ত্র চলছে মোকাবিলা করার জন্য সকলকে সচেতন থাকতে হবে।