শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
একুশে ডেস্ক:
কুলির পোশাকে দিল্লির আনন্দবিহার স্টেশনে রাহুল গান্ধী। হাতে কুলিদের নির্ধারিত ব্যাজ, পরনে লাল শার্টে রাহুল এদিন সকলের নজর কেড়েছেন।
মূলত, এলাকায় কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন কুলিরা তা জানতেই রাহুলের এই উদ্যোগ। খবর এনডিটিভির।
এর আগে ভাইরাল হওয়া এক ভিডিওতে রাহুলের সঙ্গে দেখা করতে চান কুলিরা। তাদের আগ্রহ দেখেই বৃহস্পতিবার আনন্দবিহার স্টেশনে কুলির পোশাকে পৌঁছে চমক দেন রাহুল। শুনলেন স্টেশনের কুলিদের অভাব-অভিযোগের কথা।
ভারত জোড়ো যাত্রা চলছে বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কংগ্রেস।