শনিবার, ১০ মে ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

সংসদ বিলুপ্ত ঘোষণা করে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে- ভৈরবে আমির খসরু মাহমুদ চৌধুরী

সংসদ বিলুপ্ত ঘোষণা করে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে- ভৈরবে আমির খসরু মাহমুদ চৌধুরী

এম এ হালিম, বার্তা সম্পাদক :
সংসদ বিলুপ্ত ঘোষণা করে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলে হুশিয়ারী দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
 বৃহস্পতিবার সকালে তারুণ্যের রোড মার্চের ভৈরবে পথ সভায় তিনি এ কথা বলেন । এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকার ভোট চুরি করে ক্ষমতায় এসেছে । এ সরকার জনগণের ভোটের অধিকার হরণ করেছে । হাজার হাজার বিএনপি দলীয় নেতা-কর্মীদের গুম খুন মামলা দিয়েছে । বিচার বিভাগকে ব্যবহার করে হাজার হাজার নেতা- কমর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে সরকার বিএনপিকে কর্মী শূণ্য করতে চাইছে। ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে পর্যবেক্ষণ করে প্রতিেিবদন প্রকাশ করেছে যে এ সরকারের  আমলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় । তাই আজকে বিএনপি একদফা আন্দোলনে মাঠে নেমেছে জনগণের  ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য ।
ভৈরব উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে  সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাসষ্ট্যান্ডে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় । এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুগ্ন মহা সচিব হাবি উন নবী সোহেল, খায়রুল কবির খোকন । কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, ভৈরব পৌর বিএনপি সভাপতি মোঃ শাহিন প্রমূখ। এ সময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন । পথ সভা শেষে  রোড মার্চ সফল করার লক্ষ্যে সিলেট অভিমুখে রওনা দেয় দলীয় নেতা-কর্মীরা ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana