শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দিবিনিময় চুক্তি হয়। সেই চুক্তির আওতায় গতকাল সোমবার পাঁচ মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে ইরান। তেহরান থেকে কাতারের দোহা বিমানবন্দরে পৌঁছার পর তাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
অর্থ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মাদ রেজা ফারজিন। তিনি জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ায় জব্দ থাকা ৬০০ কোটি ডলার আল আহলি ও দুখান ব্যাংকের ইরানি অ্যাকাউন্টে জমা হয়েছে। কাতারের ওই দুই ব্যাংকে ইরানের ছয়টি অ্যাকাউন্টে এসব অর্থ জমা হয় বলেও জানান তিনি।
রেজা ফারজিন আরও বলেন, দক্ষিণ কোরিয়ায় উরি ও আইবিকে ব্যাংকের পাশাপাশি মেল্লাত ব্যাংকের সিউল শাখায় আটকে থাকা সব ইরানি অর্থ সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয় গত ১০ আগস্ট। ওই অর্থকে ইউরোতে রূপান্তরিত করতে সেখানে পাঠানো হয়েছিল।