শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

বর্তমান সরকারের অধীনেই নির্বাচন: কৃষিমন্ত্রী

বর্তমান সরকারের অধীনেই নির্বাচন: কৃষিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে বর্তমান সরকারের অধীনেই সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। সেই নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু, সুন্দর ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল আলীম দুলালের সঞ্চালনায়
অন্যদের মধ্যে বত্তৃদ্ধতা করেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হাসান ইমান খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana