মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
একুশে ডেস্ক:
গাজীপুরে বাসায় ঢুকে কলেজছাত্রী রাবেয়া আক্তারকে (২১) হত্যার ঘটনায় সাইদুল ইসলাম গ্রেফতার হওয়ার পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জিজ্ঞাসাবাদে র্যাবকে তিনি জানিয়েছেন, ২০২০ সালে করোনার সময় ওই ছাত্রীর পরিবারের সবাইকে আরবি পড়ানোর জন্য গৃহশিক্ষক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। সেই সুবাদে তিনি প্রতিনিয়ত রাবেয়াদের বাসায় যাওয়া-আসা করতেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাওরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ‘বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। রাবেয়াকে হত্যার পর সাইদুল চুল-দাড়ি কেটে চেহারা পরিবর্তন করে টাঙ্গাইলের ভূঞাপুরে এক বন্ধুর বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।’
তিনি বলেন, ‘সাইদুল ময়মনসিংহের মুক্তাগাছা থানার মহেশতারা গ্রামের বাসিন্দা। চট্টগ্রামের একটি মাদ্রাসা থেকে দাওরা পাশ করেন। এরপর তিনি গাজীপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করার পাশাপাশি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। এছাড়া এলাকার বিভিন্ন বাসায় গিয়ে আরবি পড়াতেন। রাবেয়ার দুই বোনকেও আরবি পড়াতেন তিনি।’