বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
মুক্তচিন্তা: রাজনীতির পাতা
জেলা যুবদলের নেতৃত্বে নতুন চমক সৃষ্টি হতে পারে-(পর্ব:৩)
খুব দ্রুতই কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই সম্মেলন কে কেন্দ্র করে বহুধা বিভক্ত অঙ্গ সংগঠনগুলোকে একটি রাজনৈতিক প্লাটফ্রর্মে নিয়ে আসার চেষ্ট চলচ্ছে। এই লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদকসহ বেশকিছু তরুণ ডাকসাইটে নেতা জেলা বিএনপি সর্বোচ্চ অভিভাবক জনাব শরিফুল আলম এর নেতৃত্বে কেন্দ্রের সাথে- বিগত কয়েকদিন পূর্বে জেলা ছাত্রদল ও জেলা যুবদলের কমিটি নিয়ে আলোচনায় বসেন। তাই অভ্যন্তরীণ কোন্দলকে পাশ কাটানোর জন্য জেলা যুবদলের নতুন নেতৃত্বে বিশেষ চমক সৃষ্টি হতে পারে। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, যুবদলের বর্তমান সভাপতি খসরুজ্জামান শরীফকে আহ্বায়ক ও বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনকে সদস্য সচিব মনোনীত করে আহ্বায়ক কমিটি গঠন হতে পারে। এভাবে যদি আহ্বায়ক কমিটি গঠিত হয়; তাহলে বর্তমান সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাহিন, ছাত্রদলের সাবেক সভাপতি তারেকুজ্জামান পার্নেল, জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি মারুফ মিয়া প্রমুখ নেতারা যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হবেন বলে আশা করা যাচ্ছে।
শাফায়েত জামিল রাজীব
সম্পাদক
একুশে টাইমস্ নিউজ মিডিয়া এন্ড ইউটিউব চ্যানেল।