শনিবার, ০৩ মে ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
এক রাজনৈতিক ঝড়ের নাম- পূর্ব বাংলা সর্বহারা পার্টি- ১
ষাটের দশকের শেষের দিকে জন্ম নেওয়া পূর্ব বাংলা সর্বহারা পার্টি ছিল- এক ক্ষনিককালে সশস্ত্র রাজনৈতিক বড়। কৃষক-শ্রমিক মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য ও শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে কমরেড সিরাজ শিকদার ১৯৬৭ সালে প্রথমে পূর্ব পাকিস্তান শ্রমিক আন্দোলন নামে একটি সংগঠন গড়ে তোলেন অতঃপর স্বাধীনতার পরে এই সংগঠনটি পূর্ব বাংলা সর্বহারা পার্টি নামে প্রকাশ করে। এই সংগঠনের চেয়ারম্যান কমরেড সিরাজ শিকদার বুয়েট থেকে পাস করে সরকারি চাকরি নিয়ে; সিএমবিতে প্রকৌশলী হিসেবে যোগ দেন। কিন্তু তিন মাস পর, স্বেচ্ছায় চাকরি ছেড়ে বরিশালের পেয়ারা বাগানে সমাজতান্ত্রিক চেতনায় উদ্বুদ হয়ে ঘাঁটি স্থাপন করেন। এবং ১৯৭১ এর মুক্তিযুদ্ধে উনি পাকবাহিনীর সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হন। তথাপি স্বাধীনতার পর সিরাজ শিকদার আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে চলে যায় এবং টেকনাফে নাফ তীরে ঘাঁটি স্থাপন করেন। এবং বার্মার কমিউনিস্ট পার্টির মাধ্যমে চীনা কমিউনিস্ট পার্টি সাথে সম্পর্ক গড়ে তুলেন। তখন শ্রেণি শত্রু খতমের উদ্দেশ্যে চীনা কমিউনিস্ট কাছ থেকে অনেক অস্ত্র-শস্ত্র লাভ করেন।
[আগামী কাল দ্বিতীয় পর্ব)
শাফায়েত জামিল রাজিব
সম্পাদক
দৈনিক একুশে টাইমস নিউজ মিডিয়া ও ইউটিউব চ্যানেল