শনিবার, ০৩ মে ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

হতবাক, বিস্মিত ও লজ্জিত

হতবাক, বিস্মিত ও লজ্জিত

হতবাক, বিস্মিত ও লজ্জিত

গণমাধ্যম কবে মুক্তি পাবে অপসংস্কৃতি থেকে। বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ গণমাধ্যম গুলো সংবাদপত্র, রেডিও, টেলিভিশন ও ইন্টারভিত্তিক চ্যালেনগুলো পর্যবেক্ষণ করলে বুঝা যায়, গণমাধ্যম কতটুকু মিথ্যা ও অপসংস্কৃতি প্রচারে লিপ্ত। যেমন: You tube. Face book, Chrome মতো জনপ্রিয় চ্যানেলগুলোতে ইদানিং কালে প্রদর্শিত কিছু ডকুমেন্টারী দেখে আমি হতবাক, বিস্মিত ও লজ্জিত। যেমন উদাহরণ স্বরূপ বলা যায়, ওদের প্রদর্শিত দুই একটি ডকুমেন্টারীর কথা। একটি ডকুমেন্টারীতে প্রদর্শিত হচ্ছে নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা দিল্লি গেইটের সামনে নৃত্যরত; আবার অন্য একটি ডকুমেন্টারীতে ড. ইউনুস গুলি করছেন শেখ হাসিনাকে। এ সব ভিত্তিহীন, মিথ্যা ও অযৌক্তিক ডকুমেন্টারী প্রচারের উপর জাতির স্বার্থে সেন্সর ও আইন প্রয়োগ করা উচিত। তাহলে রাজনৈতিক সংস্কৃতি বিনষ্ট হবে না। উল্লেখ্য যে, আকাশ সংস্কৃতির প্রভাবে- এসব চ্যানেলে প্রদর্শিত যৌনাচার সম্পর্কিত ডকুমেন্টারীগুলো ১৮- তরুণ তরুণীর জন্য চরিত্র গঠনে বিশেষ ভাবে ক্ষতিকর।

শাফায়েত জামিল রাজিব

সম্পাদক

একুশে টাইমস নিউজ মিডিয়া & ইউটিউব চ্যানেল

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana