শনিবার, ০৩ মে ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
মুক্তচিন্তাঃ রাজনীতির পাতা
কিশোরগঞ্জ জেলা যুবদলের নেতৃত্বে কারা আসছে (পর্ব-২)
মনীষীরা বলে থাকেন-‘দেয়ার আর নাথিং ফাউল ইন ওয়ার, লাভ এন্ড পলিটিক্স। অর্থাৎ যুদ্ধ, ভালোবাসা ও রাজনীতিতে ভুল বা শেষ কথা বলতে কিছু নেই।’ এই বাণীকে সত্য মনে করে, জল্পনা-কল্পনার অবসান নেই। কেন্দ্রে বিগত ১৯ এপ্রিলের প্রোগ্রামের পর, রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি কোন অঘটন না ঘটে- তবে জেলা যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন হবে নতুন কমিটির নব মনোনীত সভাপতি এবং জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি মো: মারুফ মিয়া হবে সাধারণ সম্পাদক। উল্লেখ্য যে, রাজনীতির মাঠে দাবার গুটি জেলার বিএনপির সর্বোচ্চ কর্ণধার জনাব শরীফুল আলম সাহেবের হাতে।
আমাদের প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ ও তৃণমূল থেকে নেওয়া মাঠ জরিপ থেকে প্রমাণ হয়েছে, অন্যান্য প্রার্থীদের মধ্যে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মুস্তাক আহমেদ শাহিন ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তারেকুজ্জামান পানেলের নেতৃত্বে আসার সম্ভবনা রয়েছে- তবে তা ক্ষীণ। অদ্য জেলা বিএনপির সর্বোচ্চ ফোরাম জেলা যুবদলের কমিটি সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সাংগঠনিক বিষয় নিয়ে কেন্দ্রের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেছে।
শাফায়েত জামিল রাজিব
সম্পাদক
একুশে টাইমস,
নিউজ মিডিয়া & ইউটিউব চ্যানেল