শনিবার, ০৩ মে ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

কারা হবেন জেলা যুবদলের বরপুত্র!

কারা হবেন জেলা যুবদলের বরপুত্র!

মুক্তচিন্তা: রাজনীতির পাতা

কারা হবেন জেলা যুবদলের বরপুত্র!

বিয়ের পিড়িতে বসেছে কিশোরগঞ্জ জেলা যুবদল। কেন্দ্রীয় যুবদল তাদের কর্মসূচীর অংশ হিসাবে গত কয়েক সপ্তাহ যাবৎ সংগ্রহ করেছে জেলা যুবদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের বায়োডাটা এবং সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুই ডজন খানেক প্রার্থীর আবেদন। আজ ২৯ শে এপ্রিল, এক বিশেষ সাক্ষাৎকার ও বিশেষ শুভলগ্ন। এবার একটু পিছনের দিকে তাকাই, গত ডিসেম্বরে কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে কর্মী সমাবেশ থেকে তৃণমূলের নেতাকর্মীসহ সকল পর্যায়ের নেতারা নেতৃত্বের আকাঙ্খায়- নিজেদের আখের গুছাতে শুরু করে। যদিও দুই বছর মেয়াদের কমিটি সাত বছর অতিবাহিত করেছে: কারণ বিগত সরকার আমলের রাজনীতির পরিস্থিতির প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা।

 

বর্তমান যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন উভয়েই ত্যাগী নেতা ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। এককালে একজন ছিলেন সরকারি গুরুদয়াল কলেজের জিএস এবং আরেকজন ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কল্পনাতীত জনপ্রিয় ছাত্র নেতা। কিন্তু নতুন মুখের সন্ধানে যখন রাজনীতির মঞ্চে নতুন নেতৃত্ব আসা শুরু করল; তখন নেতৃত্ব প্রত্যাশী অনেক ত্যাগী নেতা কর্মীদের নাম এসে যায়। এদের মধ্যে জেলা যুবদলের বর্তমান সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ শাহীন একজন ত্যাগী ও পরিশ্রমী যুব নেতা। এছাড়াও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তারেকুজ্জামান পার্নেল রাজনীতির মাঠে এক পরিচিত মুখ ও জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি মারুফ মিয়া একজন মৃদুভাষী নেতা হিসাবে মাঠ পর্যায়ে পরিচিত। মূলত: জেলা যুবদলের রাজনীতির নেতৃত্বের দাবারগুটি ওদের মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা বিশ্লেষকরা বলছে। আবার নেতাকর্মীদের একাংশ বলছে- জেলা যুবদলের বর্তমান সভাপতিকে কিশোরগঞ্জ সদর উপজেলা আসনে চেয়ারম্যান পদে মনোনয়ন আর সাধারণ সম্পাদককে করিমগঞ্জে মেয়র পদে মনোনয়ন দিয়ে নতুন মুখ ও নতুন নেতৃত্ব আনার চেষ্ঠা চলছে। আর এই উদ্যোগ নেওয়ার যোগ্যতা রাখে- কেন্দ্রের সাথে সমন্বয় করে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সর্বোচ্চ কর্ণধার জনাব শরীফুল আলম সাহেব। উল্লেখ্য যে, ইদানিংকালে রাজনীতিক বিশ্লেষকদের সর্বোচ্চ মহল বলছে- নতুন কমিটিতে আব্দুল্লাহ আল মাসুদ সুমন সভাপতি এবং মোঃ মারুফ মিয়া সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে রাজনীতির মাঠে তৃতীয় পক্ষ বলে বিবেচিত আরেকটি প্রতিপক্ষ বলছে- জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ শাহীন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তারেকুজ্জামান পার্নেল, উপজেলা যুবদলের সভাপতি হুমায়ুন, পৌর যুবদলের সভাপতি আলমগীর হোসাইন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি শাওন আব্দুল্লাহ বাবু প্রমুখ রাজনীতির মাঠে বিশেষ খেলা দেখাতেও পারে। চলবে…… ২য় পর্ব আগামী সোমবার

 

শাফায়েত জামিল রাজিব

সম্পাদক,

দৈনিক একুশের টাইমস্

নিউজ মিডিয়া এন্ড ইউটিউব চ্যানেল

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana