শনিবার, ০৩ মে ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

জিলাপি খেতে চাওয়ায় ইটনা থানার ওসি ক্লোজ

জিলাপি খেতে চাওয়ায় ইটনা থানার ওসি ক্লোজ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেনকে ইটনা থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।
একই সঙ্গে ইটনা থানার নতুন ওসি হিসেবে মো. জাফর ইকবালকে দায়িত্ব দেওয়া হয়েছে৷

জানা গেছে, ইটনা থানার ওসি মো. মনোয়ার হোসেনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধের টেন্ডারে পাওয়া কাজের টাকায় আফজাল হুসাইন শান্ত নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে জিলাপি খেতে চেয়েছিলেন ওসি মো. মনোয়ার হোসেন। পরে এ বিষয়টি ভুক্তভোগী ছাত্রনেতা আফজাল হুসাইন শান্ত জেলা পুলিশ প্রশাসনকে জানান। এরই পরিপ্রেক্ষিতে ওসি মো. মনোয়ার হোসেনকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।

এদিকে ওসি মো. মনোয়ার হোসেনের বদলির বিষয়টি জানাজানির পর ইটনা উপজেলা জুড়ে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ওই এলাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আফজাল হুসাইন শান্তর সঙ্গে জিলাপি খাওয়ার আবদারের ফোনালাপের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana