রবিবার, ১৫ Jun ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

মুক্তিযোদ্ধা ভাতা অপমানজনক!

মুক্তিযোদ্ধা ভাতা অপমানজনক!

একাত্তরের রণাঙ্গনে-জাতির সূর্য সন্তানরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। ঐ সময় দেশ মাতৃকাকে ভালোবেসে- ছাত্ররা কলম ছেড়ে ধরেছিল স্টেনগান; কৃষক কাঁচি ফেলে বাজিয়েছিল রনতুর্য; শ্রমিক হাতুড়ি ফেলে আঁকড়ে ধরেছিল বেয়নেট। এরা কেউই কোন লোভ বা জীবনে প্রতিষ্ঠার জন্য কিংবা সোনালী ভবিষ্যতের জন্য যুদ্ধ করেনি। এদের অনেকেই রক্তদানের মাধ্যমে শহীদ হয়েছে। অনেকে পঙ্গুত্ব বরণ করেছে; অনেকে পরিবার-পরিজন হারিয়েছে। কিন্তু বিগত সরকার ঢালাওভাবে মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করেছে। এটা কোন বিবেকমান দেশ প্রেমিক মেনে নিবে না। এর পিছনে সরকারের একটা রাজনৈতিক দূরভিসন্ধি ছিল। এটাও গুড়ে-বালি হয়ে গেল। নিরপেক্ষ বিচারে- যদি কোন মুক্তিযোদ্ধা বা তার পরিবার-পরিজন অর্থ কষ্টে দিন যাপন করে বা চিকিৎসাহীনতায় ভুগে- তবে সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বা জেলা ভিত্তিক মুক্তিযোদ্ধা কাউন্সিল যাচাই-বাছাইয়ের মাধ্যমে অর্থ প্রদান করতে পারতো। ওদের স্বাবলম্বী করলে আজ এটার বিতর্ক হতো না। এবং কিছু ব্যক্তি মুক্তিযোদ্ধা না হয়েও ভুয়া মুক্তিযোদ্ধা সেজে ভাতা নেওয়ার সাহস পেত না। এতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ইমেজ দেশবাসীর নিকট ক্ষুন্ন হল।

শাফায়েত জামিল রাজীব।

সম্পাদক, একুশে টাইমস্।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana