বুধবার, ০২ Jul ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

১ম পর্ব: এক রাজনৈতিক ঝড়ের নাম- জাসদ

১ম পর্ব: এক রাজনৈতিক ঝড়ের নাম- জাসদ

স্বাধীনতার পর- ১৯৭২ সালে ছাত্রলীগের ভেতর ভাঙ্গন ধরল। দুটি উপদল সৃষ্টি হলো- দুই ডাকসাইটের নেতার নেতৃত্বে। শেখ ফজলুর হক মনি বনাম সিরাজুল আলম খান। মনিপন্থীরা শেখ মুজিবুর রহমানের পৃষ্টপোষকতা পাওয়ায়; সিরাজপন্থীরা নতুন একটি রাজনৈতিক দলের জন্ম দিলো। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতাদর্শকে বুকে ধারণ করে- নব-গঠিত জাসদের নেতা কর্মীরা দেশব্যাপী সরকার বিরোধী এক রাজনৈতিক ঝড়ের সৃষ্টি করল। সিরাজপন্থী ডাকসাইটে ছাত্রনেতা- আফম আ: রব, সাজাহান সিরাজ, আ: সম মাহ্ বুবুল হক, কাজী আরেফ, শরীফ নূরুল আম্বিয়া, হাসানুল হক ইনু প্রমুখ জাসদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নবগঠিত জাসদের সভাপতি হলেন- ৯নং সেক্টর কমান্ডার সেনাবাহিনী থেকে পদচ্যুত মেজর জলিল আর তাহের জাসদের সহ-সভাপতি পদ অলংকৃত হন। কিন্তু জাসদের মূল সংগঠক সিরাজুল আলম খান ওরুফে ‘দাদা ভাই’ যদিও দলের মূল স্টিয়ারিং নিয়ন্ত্রণ করতেন। তবুও কোনো পদে ছিলেন না। তার প্রবর্তিত বৈজ্ঞানিক সমাজতন্ত্র; ছিল জাসদের মূল মন্ত্র।

(চলবে…)

শাফায়েত জামিল রাজীব।

সম্পাদক, একুশে টাইমস্।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana