রবিবার, ১৫ Jun ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

৪৪তম বিসিএসের আগের ভাইভা বাতিল, নেয়া হবে নতুন করে

৪৪তম বিসিএসের আগের ভাইভা বাতিল, নেয়া হবে নতুন করে

৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যেসব পরীক্ষার্থী ইতোমধ্যে মৌখিক পরীক্ষা দিয়েছেন, তা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আবারও নতুন করে তাদের মৌখিক পরীক্ষা নেয়া হবে।

 

আজ সোমবার (১৮ নভেম্বর) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি চলমান ক্যাডার ও নন-ক্যাডার পরীক্ষা নিয়ে পিএসসির সভা হয়। সেখানে এই সিদ্ধান্ত হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মধ্যে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গত ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। গত ২৫ আগস্ট মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ৮ অক্টোবর তৎকালীন কমিশন পদত্যাগ করে।

 

মৌখিক পরীক্ষায় সমমান বজায় রাখার জন্য পূর্বের কমিশন কর্তৃক গৃহীত ৪৪তম বিসিএস-২০২১-এর আংশিক অর্থাৎ ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী অর্থাৎ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। শিগগির মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে।

সম্পাদক, একুশে টাইমস্।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana