সোমবার, ১৬ Jun ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি গ্রেফতার

আহমাদুল কবির, মালয়েশিয়া:

 

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশিসহ ৫১ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত ১২টায় সিগাম্বুট এলাকায় স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে ১৫৮ জন অভিবাসী কর্মীদের কাগজপত্র পরীক্ষা করে ৫১ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বয়স ৪৫ বছরের মধ্যে।

 

গ্রেফতারদের মধ্যে সবচেয়ে বেশি ৪০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া, ৬ জন ইন্দোনেশিয়ান, ৪ জন নেপালি ও একজন পাকিস্তানের নাগরিক রয়েছেন। পরবর্তী আইনি পদক্ষেপ নিতে গ্রেফতার অভিবাসীদের কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে পাঠানো হয়েছে।

সম্পাদক, একুশে টাইমস্।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana