রবিবার, ১৫ Jun ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে এক সপ্তাহের আলটিমেটাম

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে এক সপ্তাহের আলটিমেটাম

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ থেকে পরিবর্তন করে ৩৫ করার দাবিতে সরকারকে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারী চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চেয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। এরই প্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর বর্তমান অন্তবর্তীকালীন সরকার একটি সুপারিশ কমিটি গঠন করেন।

 

ওই কমিটি সাত কর্মদিবসের মধ্যে ছেলেদের ক্ষেত্রে ৩৫ এবং মেয়েদের ক্ষেত্রে ৩৭ সুপারিশ করে উপদেষ্টা কমিটিতে প্রেরণ করেন। এরপর গত ২৪ অক্টোবর চাকরিতে বয়সসীমা ৩২ ও বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশগ্রহণ করতে দেয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে গত ৩১ অক্টোবর সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে বয়সসীমা ৩২ ও বিসিএস-এ ৪ বার অংশগ্রহণ এর চূড়ান্ত সিদ্ধান্ত হয়। যেটিকে শিক্ষার্থীদের সাথে প্রহসন বলে মন্তব্য করেন তিনি।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেহেতু সরকার বিসিএস এর ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করেছে তাই তারা আশা করছেন পরবর্তী মিটিং-এ চাকরিতে প্রবেশের বয়সের ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করে ৩২ থেকে ৩৫ করবেন। এসময় সরকারকে ১ সপ্তাহের আলটিমেটাম দিয়ে ৩৫ এর প্রজ্ঞাপন জারির অনুরোধ করেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের এই আহ্বায়ক।

সম্পাদক, একুশে টাইমস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana